নিতুরিয়ার গোবাগ মাঠে প্রস্তুতি সভা।

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:-  এবারের ২১ শে জুলাই শহীদ দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বছর শেষে হলেই পঞ্চায়েত ভোট।এছাড়াও নানা দুর্নীতিতে নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে।ফলে এবারের সমাবেশ তৃনমূলের এসিড টেষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল। জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা। কর্মী সমর্থকরা কি ভাবে , কখন যাবেন তা ঠিক দিচ্ছেন দলের জেলা সভাপতিরা। ২১ শে জুলাই মানে তৃনমুলের আবেগ উচ্ছাস উদ্দীপনা। রাজপথ স্তব্ধ হবে একুশে জুলাই।শহীদ স্মরণ করতে দলে দলে মানুষ ধর্মতলা যাবেন তার প্রস্তুতি চলছে।আজ নিতুরিয়া ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে গোবাগ মাঠে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল।।নো আইডেন্টি নো ভোট এই দাবীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের আন্দোলনে পুলিশের গুলিতে তেরো জন মানুষের মৃত্য যা আজও স্মরন করে চলেছে সেদিনের যুব কংগ্রেসের সভানেত্রী আজকের তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত দলেরজেলা সভাপতি সোমেন বেলথরিয়া, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, ছাত্র সভাপতি কিরীটি আচার্য, এবং যার উদ্যোগে এই সভা দলে নিতুরিয়া ব্লক সভাপতি শান্তিভূষন প্রসাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *