নাবালক নাবালিকা উদ্ধার কোতুলপুরে।

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বাঁকুড়া জেলার কোতুলপুর থানার বড়সড় সাফল্য, নাবালক এবং নাবালিকা কে উদ্ধার করল কোতুলপুর থানার পুলিশ ও চাইল্ড লাইনের যৌথ উদ্যোগে, জানা যায় নাবালিকার পিতা কোতুলপুর থানায় নিখোঁজ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে চাইল্ড লাইন এবং কোতুলপুর থানার পুলিশ, এরপর নাবালকের বাড়ি পালবাঁধা থেকে উদ্ধার করে নাবালিকা ও নাবালককে,
আজ ওই দুজনকে বিষ্ণুপুর আদালতে পাঠানো হবে বলে জানা যায়, এর আগেও একই রকম অভিযানে সাফল্য এসেছে কোতুলপুর থানার পুলিশের, কোতুলপুর থানার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *