পথদুর্ঘটনার কারনে বন্ধ অটো চলাচল কে অবিলম্বে অটো চালু করার দাবি তে বিক্ষোভ বিজেপির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত ১০ই জুলাই নবদ্বীপের তেওর খালি সাইনবোর্ড এলাকায় অটোর ধাক্কায় আহত হয় এক বালক, তার পর থেকেই বন্ধ নবদ্বীপ স্বরূপ গঞ্জ ঘাট থেকে কৃষ্ণ নগর স্টেশনের অটো চলাচল।
প্রতিদিন অগনিতক সাধারণ মানুষ থেকে তীর্থ যাত্রী যাতায়াত করে এই অটোর মাধ্যমে, পাশাপাশি কৃষ্ণ নগর স্টেশন থেকে নবদ্বীপ স্বরূপ গঞ্জ ঘাট আসার অন্যতম প্রথলধান মাধ্যম এই অটো পরিসেবা।
বর্তমানে 4 দিন ধরে যা বন্ধ।

প্রশাসনকে অবিলম্বে এই সমস্যার সমাধান করে অটো চলাচল চালু করার দাবি তে বিক্ষোভ ও পথ সভা করে বিজেপির zp 25 এর তরফে।: আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে নবদ্বীপ স্বরূপ গঞ্জ ঘাট এলাকায়
এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন zp ২৫ এর সভাপতি সহ সভাপতি সহ অনেকে।

বিজেপি দাবী করে অবিলম্বে যদি অটো চালু না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *