তিল তিল করে গ্ৰাহকদের জমানো লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট পোষ্ট মাস্টার।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ অতি সাধারণ ও মধ্যবিত্তের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা আগামী দিনের কথা ভেবে তিল তিল জমিয়েছিল পোস্ট অফিসে।
কারো দশ, বিশ, পঞ্চাশ, ১ লাখ অর্থাৎ যার যেমন ক্ষমতা সে তেমন জমিয়েছিল পোস্ট অফিসের বই-এ।
অভিযোগ পোস্টমাস্টার অতনু সাউ অসৎ উপায়ে সেই সমস্ত টাকার বেশিভাগটাই বই থেকে তুলে নিয়েছে এমনই।
এরকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পলাশী গ্রামে ।

বিভিন্ন সময়ে ওই অসাধু পোস্টমাস্টার গ্রাহকদের বিভিন্ন রকম কথা বলে বইগুলি জমা নিয়েছে তারপর সেই বই আর কাকেও ফেরত দেয়নি। দিনের পর দিন বিভিন্ন রকম অজুহাতে গ্রাহকদের ঘোরানো হয়েছে অভিযোগ।
বর্তমানে পলাশী গ্রামের সেই পোস্ট মাস্টার পোস্ট অফিসে নেই তার পরিবর্তে এসেছেন নতুন পোস্টমাস্টার, তিনি সমস্ত ব্যাপারটা দেখে শুনে হতভম্ব। ততদিনে গ্রাহকরা বুঝে গেছেন তাদের টাকা আর নেই এবং পরে তা সত্যিই বলে প্রমাণিত হয়। যার একলাখ ছিল তার আছে ১০ হাজার টাকা, যার পঁচিশ ছিল তার আছে ৫ হাজার টাকা, গ্রাহকদের একাউন্ট থেকে টাকা এভাবেই উধাও হয়ে গেছে টাকা।
অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে গ্রাহকরা আজ বিক্ষোভ ফেটে পরল পোস্ট অফিসের সামনে। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দস থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *