পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাদের :– শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জিয়াদা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ফাঁকা ঘরে আম আদমি পার্টির পার্টি অফিসের উদ্বোধন করা হয়। কয়েক মাস ধরে আবার যে পার্টি এলাকাতে পোস্টার ছিটিয়ে সদস্য সংখ্যা গ্রহণ করত। পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই জিঞাদাতে এই পার্টি অফিস উদ্বোধন হলো। পূর্ব মেদিনীপুরে এই প্রথম আম আদমি পার্টির অফিস উদ্বোধন হলো। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পার্টি অফিসের শুভ উদ্বোধন করলেন আম আদমি পার্টির পশ্চিমবঙ্গের প্রহারী সঞ্জয় বসু। মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই এই পার্টি অফিস উদ্বোধন। যদিও এই নিয়ে তৃণমূল বিজেপি পরস্পর পরস্পরকে কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপির দাবি দিল্লি থেকে আম আদমি পার্টিকে এনে তাতে তৃণমূলের লোকদের ঢুকিয়ে পার্টি অফিসের উদ্বোধন করে মানুষকে চমক দিতে চাইছে। যদিও বিজেপির এই দাবিকে মেনে নিতে পারেনি তৃণমূল তাদের দাবি বিজেপির অভিযোগ ভিত্তিহীন আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল রাজনীতির সূত্রে পার্টি অফিস করতে পারেন।
কোলাঘাটের জিয়াদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আম আদমি পার্টির পার্টি অফিসের উদ্বোধন।

Leave a Reply