নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ রানাঘাটে আর এস পি ও সিপিএমের পক্ষ থেকে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।রাজ্য মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে আজ রানাঘাটে ধিক্কার মিছিল সংগঠিত করল সিপিআইএম।এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের ঘটনার কারণে শনিবার রানাঘাটের রাজপথে মিছিল বের করে সিপিএম রানাঘাট এরিয়া কমিটির।এদিন বামেরদের পক্ষ থেকে দাবি করা হয় যে অবিলম্বে বর্তমান রাজ্য সরকারের মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। এদিন বামেদের এই প্রতিবাদী মিছিল রানাঘাট পৌরসভা থেকে শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।মিছিলের পুরোভাগে ছিলেন রানাঘাটের স্থানীয় সিপিআইএম নেতৃবৃন্দ।অন্য দিকে আর এস পি প্রতিবাদ সভা করে রানাঘাট স্টেশনের সামনে
আজ রানাঘাটে আর এস পি ও সিপিএমের পক্ষ থেকে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।রাজ্য মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে আজ রানাঘাটে ধিক্কার মিছিল সংগঠিত করল সিপিআইএম।

Leave a Reply