নতুন করে সেজে উঠছে কোচবিহার রাজবাড়ী।

কোচবিহার, ২৬ জুলাইঃ দীর্ঘ দু’বছর পর আবার নিজের পুরনো ছন্দে সেজে উঠলো রাজার শহর কোচবিহারের ঐতিহ্য রাজবাড়ী। রাজ আমলে সেই লাল এবং সাদা রং দিয়ে রাঙিয়ে তোলা হচ্ছে রাজবাড়ির ভেতর এবং বাইরের অংশ। এছাড়াও আগাছা কেটে পরিষ্কার করা হচ্ছে রাজবাড়ীর ময়দানের সর্বত্র।
জানা গেছে, প্রাণবাসীর শহর কোচবিহার, জড়িয়ে রয়েছে বহু ঐতিহ্য ইতিহাসের পাতায় পাতায়। আর এরই মাঝে কোচবিহারের মূল আকর্ষণ রাজার এই রাজবাড়ী। যা বহু বছরের পুরনো। যা বহুদিন ধরেই অবহেলার কারণে পড়ে রয়েছে তার একই অঙ্গীকারে। আর্কিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকেও বহু আধিকারিক আসেন কোচবিহারে ওই রাজবাড়িতে।এই রাজবাড়ী নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন এবং এই রাজবাড়ীর বহু তথ্য নিয়ে যান, এমনকি গত বছর রাজবাড়ীতে এসে পরিক্রমা করে যান কেন্দ্রীয় পর্যটক মন্ত্রী পল্লাৎ সিং পাটেল। কিন্তু দেড় বছরের মাথায়ও কোন পরিবর্তন দেখা যায় নি কোচবিহার রাজবাড়ির। হঠাৎ করে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রাজ বাড়ির প্রধান গেট থেকে শুরু করে পুরো রাজবাড়ি নতুন করে রঙ করা হচ্ছে। এই রঙের কাজ প্রায় ১ মাস ধরে চলবে বলে জানা গিয়েছে। রাজবাড়ীতে রঙ হচ্ছে দেখে খুশির পর্যটকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *