কোচবিহার, ২৯ জুলাইঃ মশাবাহিত রোগ ডেঙ্গু-ম্যালেরিয়ার মত সংক্রমণের হাত শহরবাসীকে রক্ষা করতে কোচবিহারের বিভিন্ন নালা ও ড্রেনে ছাড়া হল ডেঙ্গু মশার লার্ভা খাদক গাপ্পি মাছ। এদিন কোচবিহার শহরের বিভিন্ন হাই ড্রেন ও নালা গুলোতে প্রায় ১ লক্ষ ২০ হাজার গাপ্পি মাছ ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলাররা।
এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, ‘এডিস মশার লার্ভা খেয়ে মশার বংশবৃদ্ধি রুখে দেয় এই গাপ্পি মাছ। একটি গাপ্পি মাছ প্রতি ঘন্টায় ২০০ মশার লার্ভা খেয়ে এডিস মশার বংশ বৃদ্ধি রোধ করে। ‘শুধু গাপ্পি মাছ ছেড়ে ডেঙ্গু রোধ নয়, করোনা ভাইরাস এর পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে পৌরসভা এলাকায় প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্ন ব্লিচিং পাউডার ছড়ানো ও মশা মারার কামান দিয়ে এলাকার মশার উপদ্রব কমানোর করা হবে, এমনটাই জানায় পৌরসভার চেয়ারম্যান।
ডেঙ্গু-ম্যালেরিয়ার হাত শহরবাসীকে রক্ষা করতে কোচবিহারের বিভিন্ন নালা ও ড্রেনে ছাড়া হল গাপ্পি মাছ।

Leave a Reply