নদীয়া , নিজস্ব সংবাদদাতা:- নদিয়া ভেঙে গঠিত রানাঘাট জেলার জেলা সদর রানাঘাটেই করতে হবে এই দাবীতে আজ অবস্থান বিক্ষোভে সামিল হল রানাঘাট পুরসভার জন প্রতিনিধিবৃন্দ। রানাঘাট পুরসভার কাউন্সিলরবিন্দের উপস্থিতির পাশাপাশি উপস্থিত ছিল রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় ও উপ পুরপ্রধান আনন্দ দে সহ রানাঘাটের নাগরিকবৃন্দ।রানাঘাটের নাম জেলা হিসেবে ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে দাবি রাখা হয় যেন অবশ্যই রানাঘাটে জেলার প্রশাসনিক ভবন তৈরি হয়। অবশ্যই যেন জেলার সমস্ত প্রশাসনিক কাজকর্ম রানাঘাট থেকেই পরিচালনা হয়।
নদিয়া ভেঙে গঠিত রানাঘাট জেলার জেলা সদর রানাঘাটেই করতে হবে এই দাবীতে আজ অবস্থান বিক্ষোভে সামিল হল রানাঘাট পুরসভার জন প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply