সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও অফিস ভবনে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শুরু হল আঙ্গিক ভিত্তিক জেলা লোকশিল্পীদের কর্মশালা।এদিন কর্মশালার সূচনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অনন্যা মজুমদার, ক্যানিং মহকুমা শাসক প্রতীক সিং।এছাড়া উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আইনুল হক,ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস সহ অন্যান্য বিশিষ্টরা।৩ আগস্ট থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মশালা।প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক এলাকার ৪৭ জন শিল্পী অংশগ্রহণ করেন এই কর্মশালায়।সুন্দরবনের বনবিবি পালা গান বিষয়ের উপর চলবে কর্মশালা।জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অনন্যা মজুমদার বলেন ‘তিন ধরে চলবে আঙ্গিক ভিত্তিক জেলা লোকশিল্পীদের কর্মশালা।সুন্দরবনের প্রান্তিক ৪৭ জন শিল্পী অংশগ্রহণ করেছে এই কর্মশালায়।মূলত সুন্দরবনের বনবিবি পালার উপর চলবে এই কর্মশালা।
ক্যানিংয়ে শুরু হল জেলা লোকশিল্পীদের কর্মশালা।

Leave a Reply