আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ জটেশ্বর মার্কেট কমপ্লেক্স এলাকায় মোটর বাইকের ধাক্কায় প্রান হারালেন এক চা বিক্রেতা। আহত হয়েছেন বাইক চালক ও বাইকারোহী এক মহিলা। মৃত ওই চা বিক্রেতার নাম শরবিন্দু রায়(৬২) তার বাড়ি জটেশ্বর মার্কেট কমপ্লেক্স এলাকাতেই। ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি ফালাকাটা থানায় পাঠিয়ে দেয় পুলিশ অন্যদিকে আহত বাইক চালক ও বাইকারোহী মহিলাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে।ওই চা বিক্রেতার মৃত্যুর পরই শোকের ছায়া নেমেছে গোটা জটেশ্বর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পারপার হচ্ছিলেন শরবিন্দু রায়। সে সময়েই বীরপাড়া গামী একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে চা বিক্রেতাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চা বিক্রেতার অন্যদিকে বাইক থেকে ছিটকে গিয়ে আহত হন বাইক চালক ও আরোহী। জটেশ্বর ফাড়ি সূত্রে জানানো হয়েছে, মৃতদেহটি বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ জটেশ্বর মার্কেট কমপ্লেক্স এলাকায় মোটর বাইকের ধাক্কায় প্রান হারালেন এক চা বিক্রেতা।

Leave a Reply