তোলা না পেয়ে বেধড়ক মার বেসরকারি কারখানার ম্যানেজারকে, কাঠগোড়ায় তৃণমূল নেতারা।

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ‘নীলকান্ত ফেরো লিমিটেড’ কারখানার ম্যানেজারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। গতকাল রোজকার এর মতন কারখানার গাড়িতে করে ওই কারখানার ম্যানেজার রামপদ বাবু কর্মে যোগদিতে যোগ দিতে আসছিলেন,হঠাৎই 10 থেকে 12 জন রাম পদ বাবুকে উইঙ্গার গাড়ি থেকে নামিয়ে গলায় পা এবং মাথায় লাথি দিয়ে বেধড়ক মারধর শুরু করে।সেখানেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন রাম পদও বাবু তিনি তার সহকর্মী এবং স্থানীয় গঙ্গাজলঘাটি থানার পুলিশের তৎপরতায় কোনরকমে প্রাণে বেঁচে সেখান থেকে মুক্তি পান। যেখানে বর্তমানে রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী কারখানার ক্ষেত্রে তৃণমূল কর্মীদের বারবার সংযত থাকার নির্দেশ দিয়েছেন সেখানে এই ধরনের কান্ড সত্যিই প্রশ্ন তুলে দিচ্ছে। আহত রাম পদ বাবুকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় অমরকানন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে,সেখানেই তার চিকিৎসা চলছে। যদিও এই মারধরের ঘটনা কে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তবু এদিন গঙ্গাজলঘাটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের এর ভিত্তিতে মূল অভিযুক্ত গোপাল গরাই সহ দুই তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে,আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হবে।

এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *