নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সাত সকালে একটি বিশাল অজগর উদ্ধার করা হল। শুক্রবার সকালে ফালাকাটা ব্লকের ধুলাগাও বাজারের এক ব্যক্তির বাড়ি থেকে ওই অজগরটি উদ্ধার হয়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় রথীন্দ্রনাথ রায় নামে এক গৃহস্থের বাড়ি নাইলনের জাল রাখা ছিল। এদিন সকালে রথীন্দ্রনাথ রায়ের পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান বিশাল এক অজগর সাপ জালে আটকে গিয়েছে। এরপর তিনি বন দফতরে খবর দেন। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোথা থেকে ওই অজগর লোকালয়ে এল সেটা নিয়ে নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না।
সাত সকালে একটি বিশাল অজগর উদ্ধার করা হল।

Leave a Reply