পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন।

রামকৃষ্ণ চক্রবর্তী, পূর্ব বর্ধমান:- ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারের তরফে আদিবাসী প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে।আদিবাসী সম্প্রদায়ের “সারি এবং সারনা” ধর্মকে স্বীকৃতি প্রচেষ্টার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নতুন বিল আনতে চলেছেন। বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ৯ই আগষ্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়।বর্ধমান দু’নম্বর ব্লকের গোবিন্দপুরের মুক্তমঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে র‌্যালি গোবিন্দপুর গ্রাম প্রদক্ষিণ করে।
উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ নং ব্লক কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ মহসীন, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান,জেলা তৃণমূল এস/ও.বি.সি সেলের সহ সভাপতি সনৎ মন্ডল, ব্লক তৃণমূল এস/ও.বি.সি সেলের সভাপতি পরেশ কাহার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মহম্মদ হাবিব, জেলা সংখ্যালঘু সেলের সহ-সভাপতি শরিফুল মন্ডল, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্নব দত্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল, বড়শুল সি.ডি.পি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাম সরেন, আদিবাসী সম্প্রদায়ের মোরল রসো বেসরা ও জগন্নাথ টুডু, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুহিন কোনার ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *