রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুল শুরু হল ফুটবল লিগ টুর্ণামেন্ট।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বিগত প্রায় দুবছর যাবৎ করোনা মহামারী তান্ডবে স্কুল কলেজ বন্ধ ছিলো। বন্ধ ছিলো খেলাধূলাও। পরিস্থিতি স্বাভাবিক হতেই স্কুল কলেজের পঠনপাঠন শুরু হয়েছে। এবার শুরু হল স্কুলের ফুটবল লিগ টুর্ণামেন্ট। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে ৮ টি ফুটবল দল।গত ৮ আগষ্ট ক্যানিংয়ের রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুলের মাঠে শুরু হয়েছে ফুটবল লিগ।উপস্থিত ছিলেন রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুলের প্রধান শিক্ষক সমিত ব্যানার্জী,ক্রীড়া শিক্ষক রাজেন্দ্রনাথ বেরা,দীপঙ্কর সরদার,শুভেন্দু দাস,জাহির পৈলান,দেবাশীষ বাগচি সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর মধ্যে। খেলার নির্ধারিত সময়ে দ্বাদশ শ্রেণী ১-০ গোলে জয়লাভ করে। অন্যদিকে বুধবার সপ্তম ও অষ্টম শ্রেণীর মধ্যে এবং নবম ও দশম শ্রেণীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।খেলার নির্ধারিত সময়ে অষ্টম শ্রেণী ৩-০ গোলে জয়লাভ করে। অপর দিকে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় টাইবেকার হয়।টাইবেকারে নবম শ্রেণী ২-০ গোলে জয়লাভ করে।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজেন্দ্রনাথ বেরা জানিয়েছেন ‘লক ডাউন আর করোনা তান্ডবে স্কুল বন্ধ ছিলো। বন্ধ ছিলো খেলাধূলাও। স্বাভাবিক হতেই আবারও শুরু হয়েছে পঠন পাঠন এবং খেলাধূলা। এই ফুটবল লিগ চলবে আগামী ১৮ আগষ্ট পর্যন্ত।’
শিক্ষক দীপঙ্কর সরদার জানিয়েছেন ’পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা খেলায় অংশ গ্রহণ করলে একদিকে যেমন তাদের শরীর স্বাস্থ্য সূঠাম হবে আবার মানসিক শক্তি বৃদ্ধি পাবে। তাছাড়া স্কুলের ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যত প্রজন্ম। আগামী দিনে তাদের মধ্যে থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসবে।রাজ্য তথা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। সেই কারণেই এমন ফুটবল টুর্ণামেন্টের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *