নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন বহু বছর আগে। তবুও রীতিতে ছেদ ঘটেনি। ওপার বাংলার সমস্ত প্রথা মেনে বিগত ৬০ বছর ধরে মনসা পুজো হয়ে আসছে ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের সুভাষ চন্দ্র দাসের বাড়িতে। হাজার ব্যস্ততার মধ্যেও পূর্বপুরুষের সেই নিয়ম আজও একই ভাবে পালন করে চলেছেন সুভাষ বাবু ও তাঁর পরিবার। বুধবার অনুষ্ঠিত হয় এই পুজো। পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা বেলায় ঢাক-ঢোল সহকারে মনসা মায়ের আরতি দেখতে ভিড় জমান বিভিন্ন প্রান্তের বহু মানুষ। দীর্ঘ ষাট বছরের ঐতিহ্যবাহী পুজো ঘিরে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় এলাকায়।
ওপার বাংলার সমস্ত প্রথা মেনে বিগত ৬০ বছর ধরে মনসা পুজো হয়ে আসছে ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের সুভাষ চন্দ্র দাসের বাড়িতে।












Leave a Reply