সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ,জখম ৩।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে গুরুতর জখম হলেন একই পরিবারের তিনজন।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের বাণীবাদা বেলেখালি এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের নাসির উদ্দিন সেখ,আলাউদ্দিন সেখ ও ছালাম সেখ। ঘটনার বিষয়ে রবিবার রাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত প্রায় দুবছর ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল সেখ পরিবারের মধ্যে।এলাকায় যাতে কোন রকম অশান্তি না হয়, সেকারণে পরিবারের তরফে সমস্যা সমাধানের জন্য তৎপর হয় নাসির উদ্দিন সেখ। অভিযোগ রবিবার রাতে আচমকা নাসির উদ্দিনের উপর চড়াও হয় আফতার ছাত্তার,ছবেদআলি, হাসেম,ওবাইদুল্লা, আব্দুল্লা শেখ’রা। তার নাকে সজোরে ঘুঁসি মারে।নাক ফেটে রক্ত ঝরতে থাকে। সেই সময় নাসির উদ্দিন কে উদ্ধার করতে এগিয়ে আসে আলাউদ্দিন ও ছালামরা। অভিযোগ তাদের কে ও বেধড়ক মারধর করা হয়েছে।স্থানীয়রা গুরুতর জখম তিনজন কে উদ্ধার করে চিকিৎসার জন্য রবিরার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।প্রাথমিক চিকিৎসার পর জখমরা ক্যানিং থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *