জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নতুন প্রজন্ম ছাড়াই প্রবীন মৃৎশিল্পীদের নিয়েই পালপাড়ায় ভিড় ।জোর কদমে শুরু হয়েছে বিশ্বকর্মা থেকে দুর্গা পুজোর প্রতিমা গড়ার কাজ।
আর কিছু দিন বাকি বিশ্ব কর্মা পুজো।সাথে দূর্গা পূজা ও।তাই এখন জোর কদমে শুরু হয়েছে সেই সব প্রতিমা গড়ার কাজ।চলছে রং ও মাটির কাজ।আর কিছু দিনের মধ্যেই শেষ হবে রং এর পুরো কাজ।যদিও মাঝেমধ্যেই রোদ বৃষ্টির খেলা চলছে।তাই কিছু টা হলেও কাজে কিছু টা ব্যাঘাত ঘটছে বলেও মৃৎশিল্পীরা জানিয়েছেন। এখন কাজে ব্যাস্ত শিল্পী রা।যদিও দূগাপুজোর ও কাজ অনেক টাই এগিয়ে রেখেছেন শহরের কয়েকজন মৃৎশিল্পীরা।এক মৃৎশিল্পী বলেন এখন নতুন প্রজলমো এই কাজে এগিয়ে আসছেনা।পুরনো কয়েক জনকে নিয়েই চলছে এই বছরের কাজ।তার মধ্যে বেড়েছে প্রতিমা গড়ার জিনিসের দাম।এইসব অসুবিধা থাকা সত্ত্বেও গড়া হচ্ছে দূর্গা ও বিশ্বকর্মা।
Leave a Reply