পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান শহরের কার্জন গেটে প্রতিবাদ সভা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন ও ইডি সিবিআই কর্তৃক কেন্দ্রীয় সরকারের আগ্রাসী মনোভাব ও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান শহরের কার্জন গেটে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। গত ৩১ শে আগস্ট আইন অমান্য আন্দোলনের নামে সিপিআইএম কার্যত তাণ্ডব চালিয়েছিল বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে। ভেঙে ফেলা হয়েছিল বিশ্ববাংলা লোগো ও সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল কার্যত তারই প্রতিবাদে এই সভা। বর্ধমান শহরের বুকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়েছিলেন এই সভায়। সিপিএমের এই কর্মসূচি কে কার্যত ধিক্কার জানাই প্রতিবাদ মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এছাড়াও সিপিএম তাণ্ডব চালিয়েছিল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের কার্যালয়ে ভেঙে দেওয়া হয়েছিল অফিসের সমস্ত জিনিসপত্র। জেলা জুড়ে মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত হয়েছিলেন বর্ধমান শহরের কার্জন গেটে।

এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্যের গ্রন্থগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়িকা শম্পা ধারা, বর্ধমান উন্নয়ন সংস্থা চেয়ারপারসন কাকুলি তা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ সমস্ত বিধায়ক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *