হাতি খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে ইঁটের দেওয়াল ভেঙে ফেললো।

আবদুল হাই, বাঁকুড়াঃ গভীররাতে হাতির হানায় জখম হলেন এক বৃদ্ধা । ঘটনাটি ঘটেছে খাঁড়ারী গ্রাম পঞ্চায়েতের কাল্লা গ্রামে । স্থানীয় সূত্রে জানা যায় গভীররাতে খাবারের সন্ধানে কাল্লা গ্রামে হানা দেয় একটি হাতি । একটি বাড়ির বাইরে খাবারের সন্ধানে হাতিটি যখন থাকে সেই সময় বাড়ির লোকজন হাতিটির দিকে টর্চের আলো ফেলে । হাতিটি খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাড়ির ইটের দেওয়ালটি ভেঙে ফেলে । এই ইটের দেওয়ালে আঘাতে আহত হন চিত্রা বাউরী (৭৩) নামে ঐ বৃদ্ধা। পরে গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় হাতিটি সেখান থেকে চলে যায় । তড়িঘড়ি বৃদ্ধাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় । তার চোট গুরুতর হওয়ায় তাঁকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । হাতির হানার ঘটনায় তিতিবিরক্ত হয়ে গ্রামবাসীরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *