পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত ৫ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ব্লক কমিটির নতুন তালিকা প্রকাশ হয়েছে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে। সেই তালিকায় থাকা ব্লক সভাপতি, সহ নতুন কমিটির সদস্যদের মানতে নারাজ প্রাক্তন ব্লক সভাপতি তথা নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্য ও ব্লকের ১২ টি অঞ্চলের মধ্যে ৯ টি অঞ্চলের প্রধানরা। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগেই নন্দকুমার নতুন ব্লক কমিটির পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে এক বৈঠক করা হয় নন্দকুমার ব্লকের খঞ্জির পান পোস্তায়। সেই বৈঠকে নন্দকুমড় ব্লক নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলো কয়েকশ কর্মী সমর্থক। ইতিপূর্বে নন্দকুমার ব্লক কমিটির পরিবর্তন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, জেলা সভাপতির নিকট চিঠি পাঠানো হয়েছে। জেলা ও রাজ্য নেতৃত্ব যদি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন না করে তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা। এখন দেখার ব্লক কমিটির করা আবেদন রাজ্য ও জেলা কমিটি কতটা গুরুত্ব দেয়। যাদের কমিটিতে রাখা হয়েছে তারা সকলেই দলবিরোধী কাজের সাথে যুক্ত থাকার পাশাপাশি এলাকায় তোলাবাজ নামে পরিচিত বলে জানান প্রাক্তন ব্লক সভাপতি তথা নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস।
নব গঠিত ব্লক সভাপতি সহ কমিটিকে মানতে নারাজ প্রাক্তন ব্লক সভাপতি সহ জেলা, নন্দকুমার ব্লক ও গ্রামপঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বরা।

Leave a Reply