“বিশ্ব বিজয় দিবস” দিনটি শ্রদ্ধার সহিত স্মরণ করল GKC, গ্লোবাল কায়স্থ কনফারেন্স।

হুগলী, নিজস্ব সংবাদদাতাঃ- 1893, খ্রিস্টাব্দ 11, September , আজকের এই দিনে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ঐতিহাসিক মহা ধর্ম সন্মেলনে যোগদান করেন,এই দিনটিকে স্মরণ করে GKC, গ্লোবাল কায়স্থ কনফারেন্স,আজ “বিশ্ব বিজয় দিবস”হিসাবে পালন করছে, সারা ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে ও GKC, এই দিনটিকে বিশ্ব বিজয় দিবস হিসাবে পালন করছে, পশ্চিম বঙ্গের হুগলি জেলার তারকেশ্বর এর নিকটে Ballavipure, এ এই দিনটি পালন করা হয়, এখানে মহান দার্শনিক, স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও ভগবান চিত্রগুপ্ত মহারাজের মূর্তি তে মাল্যদান করেন GKC,State President Ashoke Das, সাত দিন ব্যাপি এই “বিশ্ব বিজয় দিবস” পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় পালান করা হবে। আজ কের এই অনুষ্ঠান এ ছাত্র-ছাত্রী দের বই খাতা পেন উপহার হিসাবে দেওয়া হয়। আগামী কাল জল,জীবন,সবুজায়ন,
প্রোগ্রাম এ বৃক্ষ রোপন কর্মসূচি GKC, পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান এ GKC, রাজ্য কমিটি, জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত থাকবেন GKC,State Vi , President C,B,Sinha,State General Secretary,Ranjit Karan,Rajib Sribastab, কামাক্ষা সরকার,দীপক দাস,দিবাকর দাস, প্রীতিলতা ঘোষ,মানিক দাস, মুকেশ শ্রীবাস্তব,সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *