শিক্ষারত্ন পুরস্কার প্রাপক শিক্ষক ড. নীলমাধব নাগকে সংবর্ধনা।

সেখ ওলি মহম্মদ, বীরভূমঃ- বীরভূম জেলার দুবরাজপুরের শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত শিক্ষক ড. নীলমাধব নাগকে দুবরাজপুর পৌরসভা, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস এবং দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করা হল। পাশাপাশি তাঁর হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্জুন চৌধুরী, দুবরাজপুর আর.বি.এস.ডি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক ও বিশিষ্ট সমাজসেবী তারক গড়াই। এদিন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এতে আমরা খুবই গর্বিত। ১৯৯০ সাল থেকে দুবরাজপুর আরবিএসডি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি খুবই ভালো মানুষ। তাঁর অনেক লেখা বই, গ্রন্থ আছে। পাশাপাশি ড. নীলমাধব নাগ জানান, আমি খুবই খুশি এবং আপ্লুত। শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার পর যে ভাবে সবাই আমাকে ভালবাসা দিচ্ছেন আমি অনেক খুসি এবং সকলকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *