এবার বিজেপি কর্মীদের পূজা মণ্ডপে প্রবেশ ঢেকাতে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের জেলা সভাপতি।

কোচবিহার, ১৪ সেপ্টেম্বরঃ এবার বিজেপি কর্মীদের পূজা মণ্ডপে ঢুকতে বাধা দেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আজ ওই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এনিয়ে দুর্গা পূজায় অশান্তি হওয়ারও আশঙ্কা করছেন।
গতকাল শীতলখুচির সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দে ভৌমিক দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, “আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, যারা হিন্দু তৃণমূল কর্মী দেবী বোধন আসছে, আগামীতে দুর্গা পূজা। দুর্গা মণ্ডপে গিয়ে বসে থাকুন, একটা কর্মীও দুর্গা মণ্ডপ ছাড়বেন না। একটা বিজেপিকে পূজা মণ্ডপে ঢুকতে দেবেন না।”
কোচবিহারে প্রথম সারির পূজা আয়োজকদের একটা বড় অংশ ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে ঠিকই। কিন্তু সংখ্যায় কিমি. হলেও পূজা কমিটি গুলোতে বিজেপি কর্মী সমর্থক সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও আছেন। দুর্গা পূজাকে কেন্দ্র করে রাজনৈতিক ভেদাভেদ ভুলে পাড়ার পূজায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকেন। দীর্ঘ সময় ধরে কোচবিহারের মানুষ এটাই দেখে আসছে। কিন্তু যদি এবার তৃণমূল জেলা সভাপতির নির্দেশ মত পূজা মণ্ডপে রাজনৈতিক লড়াই চলে আসে, তাহলে অশান্তি অনিবার্য বলে বিভিন্ন মহলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
তবে শুধু পূজা মণ্ডপে বিজেপিকে ঢুকতে বাধা দেওয়ার প্রসঙ্গই নয়, হিন্দুত্ব নিয়েও বিজেপি ও আরএসএসকে নিশানা করেন তৃণমূল জেলা সভাপতি। উল্লেখ করেন স্থানীয় ও উদ্বাস্তু হয়ে আসা মানুষদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চক্রান্তের কথাও। পঞ্চানন বর্মার বঙ্গভঙ্গ বিরোধী অবস্থান, ২০১১ সালের আগে বংশীবদন বর্মণের নেতৃত্বে গ্রেটার আন্দোলন এবং বর্তমান পৃথক রাজ্যের আন্দোলন নিয়ে। বর্তমান পৃথক রাজ্যের আন্দোলনের পিছনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে বলেও তিনি সভায় আসা দলীয় কর্মীদের সতর্ক করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *