আতঙ্কে দিন কাটাছে এলাকাবাসীর, ভারত বাংলাদেশ সীমান্তে বাঘের আতঙ্ক।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আতঙ্কে দিন কাটাছে এলাকাবাসীর, ভারত বাংলাদেশ সীমান্তে বাঘের আতঙ্ক। ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনা ইংলিশবাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি ফুলবাড়ী এলাকার। খবর পেয়ে ঘটনা স্থলে বিএসএফ জওয়ানরা পৌঁছায় ছিলেন । জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া গ্রাম রয়েছে কমলাবাড়ী, ফুলবাড়ী এলাকায় ঘন জঙ্গল ঘেরা পুকুর পাড়ে দেখা গেছে চারটি বাঘ। একটি পূর্ণবয়স্ক এবং তিনটি বাচ্চা ছিল। ওই এলাকার বাসিন্দা তথা মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল শেখ প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত্রেও পুকুর পাহারার কাজ করছিলেন হঠাৎ সে সময় সেই সময় পুকুর দেখার জন্য পুকুর পাড়ে টর্চ মারলে হঠাৎ জঙ্গলে মধ্যে বাঘ দেখতে পান তিনি। সেই সময় তিনি পুকুর পাহারা দেওয়ার ঘরের ভেতর থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। অন্যদিকে আরেক গ্রামবাসী জানান গত পাঁচ দিন আগে তিনি প্রথম দেখেছিলেন বাঘ। কিন্তু গ্রামবাসীরা এই কথা বিশ্বাস করেনি। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। কারণ এই এলাকা লাগুয়া কমলাবাড়ী, ফুলবাড়ী, বাগানবাড়ি সহ একাধিক গ্রাম রয়েছে।
গ্রামবাসীরা জানান এই ঘটনার পর তারা রীতিমতো আতঙ্কিত। কারণ যে জায়গায় বাঘ দেখা গেছে একাধিক বাঘের পায়ের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *