কয়েক লক্ষাধি টাকা কুপন পাঠিয়ে ব্যাংকের নথিপত্র জানতে চাওয়ায় চা ব্যবসায়ী আতঙ্কিত।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- সাঁকরাইল চতুর্ভুজ কাটির বাসিন্দা চা ব্যবসায়ীকে ফ্রম পাঠিয়ে ব্যাংকের বিবরণ জানতে চাওয়ায় তিনি আতঙ্ক আছেন।
হঠাৎই পোস্ট অফিসের মাধ্যমে একটি বেসরকারি কোম্পানির ফর্ম আসে সেই ফর্মে দেখা যায় ওই ব্যক্তি ৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়েছন। সেই জন্যই তাকে ফোন করা হয় এবং সেই ফর্মে তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দিতে বলা হয়। ওই চা ব্যবসায়ী ভয় পেয়ে যান তিনি কখনোই ওই কোম্পানিতে কিছু করেননি। হঠাৎই এইভাবে টাকার অফার আসায় তিনি আতঙ্কে আছেন। যেভাবে বিভিন্ন রকম প্রতারণা চলছে এবং এই প্রতারণা চক্রে যারা যুক্ত বিভিন্ন রকম কৌশল পাল্টাচ্ছে সর্বদাই। তাই এমনই এরকমই এক কৌশল নিয়েছে বলেই মনে করছেন ওই ব্যবসায়ী। বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সরকারিভাবে অহরহ জানানো হচ্ছে ব্যাংক একাউন্ট বা তার বিবরণ কাউকে না দিতে তারপরও তার কাছে এইভাবে ফ্রম আসায় তিনি চিন্তিত। প্রশাসনের কাছে তিনি আবেদন জানিয়েছেন এই বিষয়টি নজরে দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *