বহুজন মুক্তি পার্টি পক্ষ থেকে কালা দিবস পালন হবিবপুরে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বহুজন মুক্তি পার্টি পক্ষ থেকে কালা দিবস পালন হবিবপুরে। বহুজন মুক্তি পাটি (বিএনপি) পক্ষ থেকে শনিবার ২৪শে সেপ্টেম্বর হবিবপুর ব্লকের বুলবুলচনডি নতুন বাসস্ট্যান্ডে পুনা প্যাকট ধিক্কার দিবস পালন করা হয়। পুনা প্যাক্ট হল ১৯৩২ সালের ২৪শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনা জেলে আজকের দিনে ই মহাত্মা গান্ধী ও বাবা সাহেব আম্বেদকর এক চুক্তি হয় সেই চুক্তির পরিপ্রেক্ষিতে বাবা সাহেব ভিভরাও আম্বেদকর ব্রিটিশদের কাছ থেকে এস টি এস সি দের চারটি অধিকার ছিনিয়ে নিয়ে এসেছেন তারি পরিপ্রেক্ষিতে গান্ধীজীর সেই রন কৌশলে বাবা সাহেব ভিম রাও আম্বেদকরকে পুনা জেলে পুনা প্যাক্ট এ সমঝয়তা করতে বাধ্য করা হয় আজকে দিনে তাই বহুজন মুক্তি পার্টি পক্ষ থেকে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পুনা প্যাক্ট ধিক্কার দিবস। সেই পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে হবিবপুরের বুলবুলচন্ডি নতুন বাস স্যান্ডে পুনা প্যাক্ট কালা দিবস পালিত হয়।এদিন উপস্থিত ছিলেন,বহু জন মুক্তি পার্টির, মনোরম হেমরম রাজ্য সাধারণ সম্পাদক,মালদা জেলার সভাপতি বাবুরাম কিস্কু, ব্লক সভাপতি বাবুরাম টুডু সহ বিভিন্ন নেতৃবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *