ডেঙ্গু নিয়ে ওয়ার্ড বাসীদের সচেতন করতে একটি শিবিরের আয়োজন করল ইংরেজবাজার পৌরসভা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– ডেঙ্গু নিয়ে ওয়ার্ড বাসীদের সচেতন করতে একটি শিবিরের আয়োজন করল ইংরেজবাজার পৌরসভা।
মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালিতলা এলাকায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস, কালিতলা ক্লাবের সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য পুর আধিকারিকরা।
ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে ডেঙ্গুর বার বারান্ত শুরু হয়েছে। বেশ কয়েকজন চিকিৎসাধীন হাসপাতালে।
শহরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে শিবিরের আয়োজন করে ইংরেজবাজার পৌরসভা। ডেঙ্গু নিয়ে সাবধানতা অবলম্বন করতে সাধারণ মানুষের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই শিবিরে।
পুজোর সময় ডেঙ্গু মোকাবিলায় কি করণীয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *