আনন্দ ময়ীর সেবিকা সন্মাননা জ্ঞাপন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুজোর আবেশে ইতি মধ্যে গা ভাসিয়ে দিয়েছে আপামর বাঙালি থেকে সমগ্র দেশের মানুষ, কেই থিমের ছোয়ায় কেউ সাবেকি আনায়, নিজেদের কে টেক্কা দিতে শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যাস্ত সকল পুজো উদ্যোক্তারা।

নবদ্বীপ শহরের টাউন ক্লাবের মহিলা পরিচালিত আনন্দ ময়ী দূর্গোৎসব পুজো কমিটির সদস্যারা ভিন্ন ভাবনায় তাদের পুজোর শুরু করলো আজ চতুর্থীর দিনে।

এদিন সকালে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত সেবিকা বা নার্সদের ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

পুজো কমিটির তরফে জানায় আমরা পুজোর দিনগুলোয় যে জার মতো করে আনন্দ করি, পরিবার, পরিজনদের সাথে,
কিন্তু আমাদের জন্য যারা নিজেদের কর্ত্ত্যের দিকে তাকিয়ে নিরলস ভাবে সারা বছরের সাথে পুজোর দিন গুলোতেও পরিষেবা দেন, তারা চিকিৎসার সাথে যুক্ত সেবিকা বা নার্স, আমরা আমাদের সাধ্য মতো তাদের সন্মান জানানোর চেষ্টা করেছি,

সন্মান পেয়ে নবদ্বীপ হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট বলেন আমার চাকী দীর্ঘ সময়ে কোন পুজো কমিটি, তাও মহিলা পরিচালিত তারা তাদের সাধ্য মত আমাদের সন্মান জানিয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা।

তাদের এই ভাবনাকে আমি কূর্নিশ জানাই, পাশাপাশি তিনি সকলের পুজো ভাল কাটিক বলেন।


সব মিলিয়ে পুজোর আনন্দের দিনগুলোতেও এহেন ভিন্ন ভাবনায় সংবর্ধনা জ্ঞাপন করে নবদ্বীপে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো আনন্দ ময়ী পুজো কমিটি তা বলাই বাহুল্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *