মা দুর্গার আগমনের প্রাক্কালে , চতুর্থীর সকালে প্রকাশিত হল কথাকলি সাহিত্য পত্রিকা।

আবদুল হাই, বাঁকুড়াঃ কথাকলি সাহিত্য পত্রিকা সত্যিই এক ভিন্ন মাত্রা নিয়ে বাঁকুড়া জেলার ইন্দাসের বুকে চলে আসছে তিন বছর ধরে। তরুণ প্রজন্ম যে এখনো সাহিত্য অনুরাগী আছে তার নিদর্শন ইন্দাসের কথাকলি। একদল ছাত্র, যারা এখনো পড়াশোনাতে নিজেদের যুক্ত রেখেছে, তারা কলেজ পড়ুয়া অবস্থাতেই শুরু করেছে কথাকলির প্রকাশ। কথাকলির সম্পাদক দিব্যেন্দু বেজ বলেন , এই পত্রিকা প্রকাশের পথে অনেক বাধা এসেছে, সবচেয়ে বড়ো আর্থিক বাধা , কিন্ত তার পরেও ইন্দাসের সাহিত্য অনুরাগী মানুষ, মহাবিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তা অনস্বীকার্য। আজকের এই তৃতীয় সংখ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাসের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রাজীব বাগ, ইন্দাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাদেব পাল , ও অনান্য অতিথিরা। সকলে আগামী দিনে আমাদের পাশে থাকার অঙ্গীকার দিয়েছেন। সহ সম্পাদক অর্ক ভট্টাচার্য্য বলেন যে , গান নাচ কবিতা ও বক্তব্যের মধ্যে দিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পত্রিকার প্রকাশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *