একাদশীর কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী লাঠি মেলা।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রতিবছরের মতো এ বছরও বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চলের কৃষ্ণনগর গ্রামে দুর্গাপ্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বসে ঐতিহাসিক একদিনের লাঠির মেলা। উল্লেখ্য, প্রতিবছর এই একাদশীর দিনে দুর্গাপ্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এই মেলা বসে। যশপুর, পছিয়াড়া, লোহাগ্রাম, কান্তোড়, সালুঞ্চি এমন ১০-১২টি গ্রামের প্রতিমা নিরঞ্জনের জন্য এই মেলা প্রাঙ্গণে আনা হয় এবং কাঁধে করে পুরো মেলা ঘোরানো হয় এই প্রতিমাগুলি। তারপর একসঙ্গে পরিক্রমার পর পুনরায় যে যার গ্রামে গিয়ে প্রতিমা নিরঞ্জন করে। এই মেলায় মিলিত হয় হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষ। উল্লেখ্য, অন্যান্য বিকিকিনির পাশাপাশি এই মেলায় বিক্রি হয় ছোট-বড়, সরু-মোটা রং-বেরঙের নানা ধরনের বাঁশের লাঠি। তাই এই মেলা “লাঠির মেলা” নামে খ্যাত। এই মেলা আনুমানিক ৩০০ বছরের পুরোনো। পরাধীন ভারতে এই বাংলায় বর্গী হাঙ্গামার সময়কাল থেকে এই মেলা হয়ে আসছে বলে স্থানীয় মানুষের অভিমত। করোনা অতিমারীর কারণে গত দু’বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়নি। এবারে আবার সেই পুরোনো ঐতিহ্য নিয়ে বসেছে মেলা। যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হক জানান, এই মেলা আমরা ছোট থেকেই দেখে আসছি। কতদিন ধরে হয়ে কেউ সঠিক বলতে পারবেন না। তবে আনুমানিক ৩০০ বছর প্রাচীন এই মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *