আবদুল হাই, বাঁকুড়াঃ অভাবের সংসারে কিছু বাড়তি টাকা রোজকারের জন্য ঢাক, নিয়ে অর্থ উপার্জনের জন্য বাড়ির পুরুষেরা বাদ্যযন্ত্র নিয়ে ছুটে যায় বাংলার কোনায় কোনায়, ছুটি পায় দেবী বিসর্জনের পরেই তারপর ফিরে আসে বাড়ি,
ছেলেমেয়েদের পোশাক থেকে উৎসবের আনন্দ শুরু হয় তারপরেই।
টানা এক মাস প্রস্তুতির পর পেটের টানে রওনা দেয় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের যুবকেরা।
গত দুই বছর করোনা ও লকডাউনের যাঁতাকলে ব্যবসায় পড়েছিল ভাঁটার টান আর এই কটা দিন যা রোজগার হয়েছে তা নিয়ে যে যার গ্ৰামে ফিরে এল হাসিমুখে। বাবা দাদুরা বাড়িতে ঢুকতেই কচিকাঁচারা বাবা,দাদুর কোলে লাফিয়ে চেপে পড়লো এবং বাবা, দাদুকে জড়িয়ে চুমু খেতে দেখা গেল আর সেই চিত্র উঠে এল আমাদের সাংবাদিক আবদুল হাই এর ক্যামেরায়।
ঢাকিরা দুর্গৎসবে বাজিয়ে বাড়িতে ফিরতেই বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো দুধের শিশু।












Leave a Reply