ইমানদের ভাতা বাড়ানোর দাবিতে সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির পুরাতন মসজিদে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ইমানদের ভাতা বাড়ানোর দাবিতে সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির পুরাতন মসজিদে। পাশাপাশি নতুন কমিটিও এইদিন ঘোষনা হয়। জলপাইগুড়ি জেলা ইমান স়়ংঘটনের সভাতে নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আফেস মইউদদীন চেয়ারম্যান হয়েছেন আফসার আলি।সম্পাদক নির্বাচিত হন মহম্মদ জয়রুল ইসলাম ,শহরের ইমান দের দায়িত্ব পেয়েছেন মহম্মদ সরিউদদীন।২০নভেমর রাজ্য জুড়ে ইমানদের রাজ্য সম্বেলন অনুষ্ঠিত হতে চলেছে সেই নিয়েও আলোচনা হয় এখানে। পাশাপাশি ৫ই নভেম্বর এই সম্বেলন নিয়ে একটি প্রাস্ততি সভা ধুপগুড়িতে অনুষ্ঠিত হবে। জলপাইগুড়ি জেলাতে মোট ছয়শোটি মরজিদে বারোশো জন ইমান রয়েছে বলে স়ংঘটনের সাধারণ সম্পাদক মোলানা মহম্মদ জরিফুল ইসলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *