জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন ধরে অভিযোগ চলে আসছিল দালাল চক্রের বিরুদ্ধে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এক ধরনের দালাল চক্র সক্রিয় হয়ে উঠছে। যেকোনো ধরনের ডায়গনস্টিক পরীক্ষার জন্য হাসপাতালে করার কথা থাকলেও সেগুলিকে অন্যত্র বেসরকারি সেন্টারে পাঠিয়ে দেওয়া হচ্ছে রোগীসহ রোগীর আত্মীয়দের। এ নিয়ে বিক্ষোভ ফেটে পড়েন হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি গ্রীন ভেলির সদস্যরা। অবশেষে অভিযোগের ভিত্তিতে তিনজন কন্ট্রাকচুয়াল স্টাফকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অন্যদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এক ধরনের দালাল চক্র সক্রিয় হয়ে উঠছিলো, অবশেষে পুলিশের জালে।

Leave a Reply