ছট পুজো সেরে বাড়ি ফিরেই হতবাক, জানালা ভেঙে ঘরে ঢুকে মেয়ের বিয়ের গয়না সহ মূলবান জিনিস নিয়ে চম্পট চোরের দল।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস পাড়ায়।
বারো নমবর কাউন্সিলরের বাড়ি লাগওয়া একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন পেশায় খৌরকার দীনেশ ঠাকুর, সোমবার ভোর তিনটের সময় পরিবার নিয়ে ছট ঘাটে যান তিনি, আর ফিরে এসে দেখেন ঘরের সব মূলবান জিনিস চুরি হয়ে গিয়েছে।
ছটব্রতীর ঘরে এমন দুঃসাহসিক চুরির ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যান তৃণমূল যুব কংগ্রেসের নেতা অজয় শা,
তিনি এই প্রসঙ্গে বলেন, খুবই লজ্জা জনক ঘটনা, একটি ছট ব্রতীর বাড়িতে এমন ঘটনা, পুলিশকে দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং চুরি যাওয়া মূল্যবান সামগ্রী যার মধ্যে দীনেশ ঠাকুরের মেয়ের বিয়ের জন্য রাখা সামগ্রিও ছিলো, সেই গুলোকে উদ্ধারের ব্যবস্থা করে এই অসহায় হয়ে পরা পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান করেন।

অপরদিকে এই পারার বাসিন্ধা এবং জলপাইগুড়ি পৌরসভার তৃণমূল কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন জানিয়েছেন, এই প্রথম এমন ঘটনা ঘটলো এই পাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *