জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ৩৯ তম মৃত্যু দিবস পালন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। শিরিষতলা মোড়ে অবস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে এই উপলক্ষে সোমবার সকালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যন্য নেতারা। তারা একে একে ইন্দিরা গান্ধীর মূর্তিতে ফুলের মালা পড়িয়ে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গুরুত্ব আজকের দিনেও কতটা রয়েছে তা নিয়ে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা ও বিশিষ্টজনেরা।
Leave a Reply