পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের বিজেপির গোষ্ঠী কোন্দল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়, গতকাল মেদিনীপুর জেলা বিজেপি দলীয় কার্যালয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে গড়বেতা মধ্য মন্ডলের সভাপতি ঠাকুর দাস বিদ্যা এবং জেলা সহ-সভাপতি সংকর গুছাইত দুই নেতা,এই ঘটনার পর রবিবার বিকেলে গড়বেতা এক নম্বর ব্লকের আমলাগোড়া এলাকায় দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসার সৃষ্টি হয়,এই বচসায় জড়িয়ে পড়ে বিজেপির ২ গোষ্ঠী, সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিশ্র, জেলা সম্পাদক গৌতম কৌরি, প্রদীপ লোধা সহ আরো অনেকে সামনেই এই ঘটনা ঘটে,বিক্ষোভকারীদের দাবি গত কালকের ঘটনায় মধ্য মন্ডলের সভাপতিকে বহিষ্কার করতে হবে।
ফের বিজেপির গোষ্ঠী কোন্দল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়।

Leave a Reply