বিজেপির বিরুদ্ধে সুর চরালেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির বিরুদ্ধে সুর চরালেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে এক দলীয় জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে কার্যত তুলোধোনা করেন তৃণমূল সুপ্রিম। পাশাপাশি তৃণমূলের অন্তঃকলোহ বা গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে এই দিন সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কে। গোষ্ঠী কোন্দলে নাম জড়ালে সে বিধায়ক বা দলের যে কোন স্তরের নেতৃত্বই হন না কেন তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে বলে এই দিনের জনসভা থেকে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও দলের অভ্যন্তরে থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। দলীয়ভাবে সার্বিক উন্নয়নমূলক ও পরিষেবা মূলক কাজকর্ম দেখাশোনা করার জন্য কো-অর্ডিনেশন কমিটি তৈরি করে দেন তৃণমূল সুপ্রিম। ২০২৪ এর নির্বাচনে বিজেপি কোনভাবেই এই রাজ্যে ক্ষমতা দখল করতে পারবে না। কারণ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে বিজেপি ধরাশায়ী হয়ে গিয়েছে বলেও এই দিন আশ্বাস দেন তিনি। এই প্রসঙ্গে সংগঠনকে আরো মজবুত করে তুলতে দলীয় নেতৃত্বদের এক জোট হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি পাশাপাশি দলীয় কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে ছাত্র যুব ও মা বোনেদের আরও বেশি করে কাজে লাগানোর কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *