প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সরকারি পক্ষ থেকে ডেঙ্গু প্রচার হলেও বেসরকারি অর্থাৎ ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু বিরোধী প্রচার হলো আজ সাঁকরাইলে। চাঁদমারি রোড মন্দির কমিটির পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনতায় রাস্তায় নামলেন ক্লাবের সদস্যরা। করোনা মহামারী সময় সকলের প্রচেষ্টায় এবং সচেতনতার জন্য করোনা কে অনেকটা পিছনে ফেলা হয়েছে। তেমনি ডেঙ্গু যাতে মহামারীর আকার ধারণ করতে না পারে তার জন্য ক্লাবের সদস্যরা ব্লিচিং পাউডার মশা মারার কামান অর্থাৎ ধোঁয়া দিয়ে মশার নিধনে প্রচেষ্টা হল। তার সাথে যেহেতু এই চাঁদমারি এলাকায় একটিমাত্র ভ্যাট তাই সেই ভ্যাটের জঞ্জাল আগুনে পুড়িয়ে দিলেন। সকল মানুষের কাছে একটাই তাদের কাছে দাবি সকল মানুষ যদি এলাকার সচেতন হন তাহলে ডেঙ্গু হাত থেকে রেহাই পাওয়া যাবে। সবকিছু সরকার একা করতে পারেনা মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। মাইকের মাধ্যমে সচেতনতা প্রচার করলেন ক্লাবের সদস্যগণ। তারা সংবাদমাধ্যমের মধ্য দিয়ে আরও মানুষকে এবং ক্লাব সংগঠনগুলিকে রাস্তায় নেমে কাজ করার আহ্বান জানালেন। এইভাবে ডেঙ্গু বিরোধী প্রচার করা এবং কীটনাশক ওষুধ দেওয়া ও বিভিন্ন কাজকর্মের নিদর্শন দেখে এলাকাবাসীরা খুবই আপ্লুত হন।
সরকারি পক্ষ থেকে ডেঙ্গু প্রচার হলেও বেসরকারি অর্থাৎ ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু বিরোধী প্রচার হলো আজ সাঁকরাইলে।

Leave a Reply