পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ বর্ধমান শহরের অন্যতম ক্লাব সবুজ সংঘ। বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি করে থাকে এই।সেইমর্মে আজ সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে এবং এমপি বিরলা আই হসপিটাল এর পক্ষ থেকে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের উদ্বোধন করেন বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস নম্বর, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা দাস,সবুজ সংঘ ক্লাবের সভাপতি বাপি ঘোষ সহ অন্যান্য অতিথিবর্গরা।আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে আনুমানিক আড়াইশো থেকে ৩০০ জন নথিভুক্ত করেন। ক্যামেরার মুখোমুখি হয়ে সবুজ সংঘের সম্পাদক বাপি ঘোষ বলেন, আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি। সেই রকমই আজ বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। যাদের চক্ষু পরীক্ষা হবে এবং যাদের অপারেশন করতে হবে চোখের তাদের বিনামূল্যে আমরা অপারেশন করানোর ব্যবস্থা করব। পাশাপাশি যাদের চোখে পাওয়ার হবে তাদের চশমার ব্যবস্থা করব আমরাই। শুধুমাত্র বড় করে দুর্গা পুজো নয় আমরা দুর্গাপুজোর দু’মাস আগেও আপনারা দেখেছেন যে হেলথ চেকআপ ক্যাম্প করেছি।
আজ সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে এবং এমপি বিরলা আই হসপিটাল এর পক্ষ থেকে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয় ।

Leave a Reply