সিপিএমের শাখা সংগঠন “সারা ভারত খেতমজুর ইউনিয়নের মালদা জেলা শাখার ” জেলা সম্মেলন শুরু হলো।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-গ্রাম জাগাও , চোর তারাও , বাংলা বাঁচাও” স্লোগানের মধ্যে দিয়ে ও দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের আশ্বাস সিপিএমের শাখা সংগঠন “সারা ভারত খেতমজুর ইউনিয়নের মালদা জেলা শাখার ” জেলা সম্মেলন শুরু হলো।

শনি ও রবিবার সিপিএমের “সারা ভারত খেতমজুর ইউনিয়নের মালদা জেলা শাখার ” জেলা সম্মেলনে নিচুতলার কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন জেলা নেতৃত্ব ।

সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি তুষার ঘোষ। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক। সম্পাদকীয় প্রতিবেদনের উপরে বহু দলীয় নেতা কর্মী বক্তব্য রাখেন। মালদা জেলার বিভিন্ন এলাকা থেকে সিপিএমের সমস্ত শাখা সংগঠনের মোট ৩৬৪ জন কৃষক ও বামপন্থী কর্মীরা এই সম্মেলনে যোগদান করেন।
এর পর দলিয় নেতা কর্মীরা একটি মিছিল বের করে গোটা বাঙ্গীটোলা এলাকা প্রদক্ষিণ করে,এবং প্রকাশ্য জনসভা হয়।
প্রতি তিন বছর পর পর এই জেলা সম্মেলন থেকে তাদের পরবর্তী তিন বছরের কর্মসূচি ও দায়িত্ব ভাগ করা হয় ।
শনিবার প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিতে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে উপস্থিত হননি বামফ্রন্টের রাজ্য নেতা শতরূপ ঘোষ ও এডভোকেট সায়ন ব্যানার্জি। এছাড়া এদিনের সম্মেলন উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সভাপতি কমরেড তুষার ঘোষ, রাজ্য নেতা সায়ন্তন চক্রবর্তী ও জামাল হোসেন ,জেলা সিপিএম নেতা
নইমুদ্দিন সেখ , অম্বর মিত্র বিশ্বনাথ ঘোষ , দেবজ্যোতি সিনহা সহ ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক জামিল ফেরদৌস। এরিয়া কমিটির সম্পাদক স্বপন ঘোষ সহ একাধিক নেতা।

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করার পাশাপাশি খেতমজুর সংগঠন তাদের জেলা সম্মেলনে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের পাশাপাশি সকলের জন্য খাদ্য , কাজ, মজুরি , স্বাস্থ্য , শিক্ষা ও আবাসনের দাবি জানাই আগত সমস্ত বক্তারা। এই জেলা সম্মেলনের মধ্য দিয়ে জেলা নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে নিচু তলার কর্মীদের আহ্বান জানান।
সিপিএমের সম্মেলন ঘিরে পাল্টা বক্তব্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কি বললেন শুনুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *