প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত সাঁকরাইল মল্লিক পাড়ার ঘটনা। রাত্তিরে পার্শ্ববর্তী কলে মুখ ধুতে গিয়েছিল ১৭ বছরের যুবক পিছন দিক থেকে মুখে কাপড় বাঁধা অবস্থায় দুই ব্যক্তি এসে তাকে আঘাত করে বলে অভিযোগ যুবকটির। গোগানীর আওয়াজ শুনে দুষ্কৃতীরা পালিয়ে গেলে বাড়ির এক মহিলা বাড়িতে এসে খবর দেয় এবং তখনই বাড়ির লোক গিয়ে আহত যুবকটিকে তুলে আনে। এই নিয়ে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়ায়। বাড়ি থেকে কেউ একা রাতে বেরোতে চাইছে না ভয়ে। পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে সাঁকরাইল থানার প্রশাসন তদন্ত করে দেখছে ঘটনাটা প্রকৃত কারণ সম্পর্কে। এলাকার এবং পরিবারের দাবি দুষ্কৃতীদের দ্রুত ধরুন প্রশাসন। কেন ওই তরুণ যুবককে ব্লেড দিয়ে দুষ্কৃতীরা আঘাত করল তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
১৭ বছরে এক যুবককে ব্লেড দিয়ে আঘাত করলো দুই দুষ্কৃতী এলাকায় চাঞ্চল্য।

Leave a Reply