নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পৌর এলাকা পরিষ্কার রাখতে ও সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলো স্বেচ্ছাসেবী সংস্থা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। ওই সংস্থার সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে রবিবার ফালাকাটা ১৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে গিয়ে নর্দমা পরিষ্কার রাখা, বাড়ির কোথাও কোনও রকম নোংরা আবর্জনা ও জল জমতে না দেওয়া ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতা মূলক প্রচার করে। এই প্রচারে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনোজ সাহা। তিনিও সংস্থার সাথে প্রত্যেক বাড়িতে গিয়ে নাগরিকদের সচেতন করেন। কর্মসূচি প্রসঙ্গে সংস্থার সভাপতি শুভজিৎ সাহা বলেন, ‘পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষে ও সাধারণ মানুষদের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিন গুলোতেও এই ধরণের কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।’
পৌর এলাকা পরিষ্কার রাখতে ও সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলো স্বেচ্ছাসেবী সংস্থা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি।

Leave a Reply