পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং ফ্রেন্ড ইন মিড এন্ড ডিড যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে শুরু হল একটি অভিনব প্রতিযোগিতা । এই বডি বিল্ডিং প্রতিযোগিতার দুটি ভাগ রয়েছে। পুলিশ কর্মীদের জন্য ‘ ফিট কপ চ্যালেঞ্জ ‘ আর সাধারণ মানুষের জন্য মিঃ ওয়েষ্ট বেঙ্গল। এই প্রতিযোগিতায় ড্রাগমুক্ত বডি বিল্ডিং আর ফিটনেসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গোটা রাজ্যের পুলিশ; কমিশনারেট আর কলকাতা পুলিশের কর্মীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। গোটা রাজ্যজুড়েই শুরু হয়েছে এই প্রতিযোগিতা। এখনও অবধি প্রায় অনেক প্রতিযোগী এখানে অংশ নিয়েছেন।এদিন সংস্কৃতি মঞ্চে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশসুপার কল্যাণ সিংহ রায়।
আয়োজকদের মধ্যে রণজ মুখার্জি জানান; দীর্ঘদিন এই প্লাটফর্মের সাথে আমি যুক্ত সেই সুবাদে আমি বিভিন্ন অ্যাসোসিয়েশনের দায়িত্বও ছিলাম। আমি দেখেছি বিভিন্ন স্টেরয়েড ব্যবহার না করে শুধুমাত্র ওয়ার্কআউট করে নিজস্ব বডি ধরে রেখেছেন এমন মানুষের সংখ্যা প্রচুর। আমি দেখেছি তারা পর্যাপ্ত প্ল্যাটফর্ম পান না। তাই আমাদের এই চিন্তা ভাবনা। বিভিন্ন জেলার তরফ থেকে আজকে প্রায় ৩০০ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। রাজ্যে অনেকদিন পর এ ধরণের প্রতিযোগিতা হচ্ছে।
বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে শুরু হল অভিনব বডি বিল্ডিং প্রতিযোগিতা ।

Leave a Reply