পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আগামী ২৭ শে ডিসেম্বর বিজেপির দুই হেভি ওয়েট নেতা জনসভা করবেন দক্ষিণ দিনাজপুরে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আগামী ২৭ শে ডিসেম্বর বিজেপির দুই হেভি ওয়েট নেতা জনসভা করবেন দক্ষিণ দিনাজপুরে। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিজেপি রাজ্য সম্পাদক তথা উত্তরবঙ্গ জোন কনভেনার তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তিনি জানান, আগামী ২৭শে ডিসেম্বর বালুরঘাটে জনসভা করবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি কোনো সভা করলে তাতে পুলিশ পারমিশন দিচ্ছে না। শাসক দল গুন্ডা পাঠিয়ে সভা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হচ্ছে।
যদিও বালুরঘাটে কোন স্থানে সভা হবে তা এখনো ঠিক করা হয়নি। এদিন তিনি ওই সভা নিয়ে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বের সাথে বৈঠক করেন এবং সভাস্থল এদিন নির্বাচন করা হবে বলে জানান।
তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর জনসভা বালুরঘাটে না হলেও বালুরঘাট বিধানসভার অন্তর্গত কোনো স্থানে হতে পারে।

এদিকে আগামী একুশ বাইশ ডিসেম্বর জেলায় আসার কথা রয়েছে তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষের। সেই সভার পাল্টা সভা করতেই কি বিজেপির দুই হেভিওয়েট নেতা জনসভা করবেন, এই প্রশ্নের উত্তরে দীপক বর্মন জানান, কোন পাল্টা শোভা নয় বিজেপি মাটিতে দাঁড়িয়ে লড়াই করছে, পঞ্চায়েত ভোটের আগে তারই অঙ্গ হিসেবে এই জনসভা। পঞ্চায়েত ভোটে বিজেপি সিংহভাগ আসন লাভ করবে বলে জানান তিনি। পাশাপাশি, উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বিজেপি সরব হলেও, উত্তরবঙ্গের বিভাজন বিজেপি চায়না বলে জানান বিজেপির উত্তরবঙ্গ জোন কনভেনার তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *