শীতের রাতে চাকদাহ কাউন্সিলর ওয়ার্ডে ঘুরছেন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শীতের রাতে চাকদাহ কাউন্সিলর ওয়ার্ডে ঘুরছেন । প্রথমবার পৌরনির্বাচনে জয়লাভ করে যাদের ভোটে জয়লাভ করেছেন তাদের পাশে থাকেন শীত ,গ্রীষ্ম ,বর্ষা কে উপেক্ষা করে স্থানীয় মানুষের জন্য শীতের রাতে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন কাউন্সিলর । এলাকার স্থানীয় বাসিন্দাদের ভোটে জয়লাভ করেছেন তাই তাদের কে সুস্থ পরিবেশ ও তাদের পাশে থাকার চেষ্টা সর্বদা ।মহিলা হয়েও তাই রাতে বের হচ্ছেন নিজের ওয়ার্ডে । এই শীতর রাতে চাকদাহ পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য ওয়ার্ডের পাশে থাকে শুধু নয় রাতে শীতের রাতে কয়েকজন কর্মী চাকদাহ থানার 2 জন সিভিক ভলান্টিয়ার নিয়ে ওয়ার্ড পাহারা দিচ্ছেন ।যাতে ওয়ার্ডের মানুষ শান্তিতে ঘুমাতে পারে পাশাপাশি অসামাজিক কাজ ,ছোট ছোট চুরির ঘটনায় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য এর এই সিদ্ধান্ত ।তিনি বলেনওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচিত করেছে ।আমি কথা দিয়েছি তাদের পাশে থাকবো ।ওয়ার্ডে শীতের রাতে চুরি ,নানা ধরণের অসামাজিক কাজ শুরু হচ্ছিল তাই রাতে এলাকা ঘুরে নজরদারির সিদ্ধান্ত নিয়েছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *