শুভেন্দুর গড় কাঁথি শহরে তৃণমূলের ভাঙ্গন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুভেন্দুর গড়ে তৃণমূলের ভাঙ্গন। উচ্চতর নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগে তুলে পদত্যাগ করলেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান,অঞ্চল সভাপতি সহ মোট ৮ জন।দলের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ার‌উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রথম দলীয় পদ ছাড়েন তৃণমূলের অঞ্চল সভাপতি মলয় সামন্ত।তাঁর পথ ধরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দুলালপুর পঞ্চায়েতের প্রধান সুপ্রভা নায়েক, উপপ্রধান রামকৃষ্ণ গিরি সহ দুলালপুর পঞ্চায়েতের ৭ জন সদস্য‌ও ইস্তফা দেন শনিবার। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।সদ্য পদত্যাগী তৃণমূল অঞ্চল সভাপতি মলয় সামন্তর অভিযোগ, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি শেখ আনোয়ার‌উদ্দিন আদ্যোপান্ত দুর্নীতিতে ডুবে আছেন। শুভেন্দু অধিকারী যখন মন্ত্রী ছিলেন সেই সময় তাঁর ঘনিষ্ঠ হিসেবে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি করেছেন। এইভাবে নাকি কোটি কোটি টাকা তুলেছেন আনোয়ার‌উদ্দিন। মলয় সামন্তের আর‌ও দাবি, বর্তমানে একশো কোটি টাকা খরচ করে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় বাড়ি তৈরি করছেন ওই তৃণমূল নেতা!শুধু দুর্নীতি করেন তাই নয়, শেখ আনোয়ার‌উদ্দিন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে জানিয়েছেন মলয় সামন্ত, রামকৃষ্ণ গিরিরা। তাঁরা সংখ্যালঘু সেলের জেলা সভাপতিকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। সেইসঙ্গে জানান, পদ ছাড়লেও দলে থাকছেন।
এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তাদের অভিযোগ, কোথাও পঞ্চায়েত প্রধান-উপপ্রধানরা দুর্নীতি করছেন, আবার কোথাও তাঁদের চাপ দিয়ে দুর্নীতি করতে বাধ্য করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *