নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ পথ দুর্ঘটনা, একটি স্করপিও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল এক মোটর ভ্যান চালকের। রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার উদয়পুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের। সূত্রের খবর নদীয়ার নবদ্বীপের বাহিরচর এলাকার বাসিন্দা মতিউর রহমান তার ইঞ্জিনভ্যান নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়েছিলেন। তখনই সামনের দিক দিয়ে একটি স্করপিও গাড়ি তাকে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে এসে ধাক্কা মারে, সজোরে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর ভ্যান চালকের। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে খবর দেয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এরপর গতকাল রাতেই ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যদিও রাতেই খবর দেওয়া হয় পরিবারকে, শনিবার শান্তিপুর থানায় এসে পৌঁছায় মৃত ব্যক্তির পরিবারের লোকজন। যদিও পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃত ব্যক্তির পরিবারে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। তবে ঘটনাস্থল ছেড়ে পলাতক হয়ে যায় ঘাতক গাড়ি চালক, এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে।
একটি স্করপিও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল এক মোটর ভ্যান চালকের।

Leave a Reply