পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– শীতের মৌসুম এলেই শুরু হয় ভিন্ন পাখির আনাগোনা, তবে বর্তমান ডিজিট্যালের দুনিয়ায় কিছুটা হান্স পেয়েছি বিভিন্ন পাখির, তবুও এরই মাঝে প্রত্যেক বছর শীতের মৌসুম এলেই বিভিন্ন এলাকায় প্রবেশ করে পরিযায়ী পাখি, আর সেই সব পাখির চেচামেচি এবং আকাশে ওড়ার দৃশ্য উপভোগ করতে চাই বহু পাখি প্রেমীরা, পাশাপাশি শুরু হয় ফটোগ্রাফারদের আনাগোনা, পূর্ব মেদনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা স্বামীজি একাডেমীর পেছনের মাঠের জলাশয় এই বছর শীতের মৌসুমে প্রবেশ করেছে কয়েক হাজার পরিযায়ী পাখির দল, আর পাখিদের আনন্দ উপভোগ করতে বা তাদের এক সঙ্গে আকাশে ওড়ার দৃশ্য দেখতে অপেক্ষায় থাকে এলাকার মানুষেরা, দেখা যায় বিভিন্ন ফটোগ্রাফারদের, আর সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট করতে দেখা যায়, তবে এই পরিযায়ী পাখি হঠাৎ ইংরেজিতে যার নামকরণ করা হয়েছে লেজার উইলিং ড্রাক, বাংলায় যার নামকরণ করা হয়েছে পাতি সরাই, তবে যাই হোক শীতের মরশুমের এই কটা দিনে পাখিদের চিৎকার এবং তাদের সুন্দর দৃশ্য দেখতে উৎসাহিত এলাকার মানুষ জন থেকে শুরু করে পাখিপ্রেমীরা।
কোলাঘাটের বড়িশা স্বামীজি একাডেমীর পেছনের মাঠের জলাশয় প্রবেশ করল পরিযায়ী পাখির দল, উৎসাহিত এলাকার মানুষ থেকে শুরু করে ফটোগ্রাফাররা।

Leave a Reply