প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সনজিৎ সেনের স্মরণ সভা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বেশ কিছুদিন আগে আমাদের ছেড়ে পরলোকে গমন করেছেন বিশিষ্ট সাংবাদিক সনজিৎ সেন। বহু বছর ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পরম নিষ্ঠা এবং সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেছিলেন। বিভিন্ন বাধা-বিপত্তি ও প্রতিকূলতাকে অতিক্রম করে সমাজে সাংবাদিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তার এরকম আকস্মিক মৃত্যুতে শোকোস্তব্ধ তার সমস্ত সাংবাদিক সহকর্মীরা। তাই সেই মর্মে আজ অল ইন্ডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান শহরের গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সনজিৎ সেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আজ এই স্মরণ সভায় প্রতিকৃতিতে মাল্যদান করেন অল ইন্ডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি বৈদ্যনাথ কোণার। পাশাপাশি উপস্থিত সমস্ত সাংবাদিকবৃন্দ তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। তাকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এই স্মরণ সভায়। এই স্মরণ সভার সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সাধারণ সম্পাদক দুরন্ত কুমার নাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *